পোস্টগুলি

সপুরা সিল্ক নামে কি কোন সিল্ক আছে?

ছবি
ভুল ধারণা দূর করুন! অনেকে ইনবক্সে এসে রাজশাহী সিল্কের সব কাপড়, দাম জিজ্ঞেস করার পর বলেন আপু সপুরা সিল্ক দেখান তো দাম কেমন?  আমি তো শুনে অবাক। সপুরা সিল্ক নামে কি কোন সিল্ক আছে?  সপুরা একটা ব্র্যান্ড রাজশাহীর নাম করা ফ্যাক্টরি। সপুরা নামে কোন সিল্ক শাড়ি কোথাও নেই। সপুরা তে সকল প্রকার রাজশাহী সিল্ক পাওয়া যায়। সেগুলো কে রাজশাহী সিল্ক শাড়ি বলা হয় । আমি কি বোঝাতে পেরেছি আপনাদের?   ছবিতে রাজশাহী সিল্ক মোম বাটিক শাড়ি। শাড়ি গুলো যেমন সফ্ট তেমন আরাম দায়ক। রাজশাহী সিল্ক আমাদের ঐতিহ্য।                                                                             

সিল্কের রাজ্যে বলাকা সিল্ক শ্রেষ্ঠ...

ছবি
পিওর বলাকা সিল্ক!  সিল্কের রাজ্যে বলাকা সিল্ক শ্রেষ্ঠ। এ গ্রেড সুতা ব্যবহার করে বানানো হয় এই সিল্ক। সেজন্য পিওর বলাকা সিল্ক শাড়ির দাম বেশি হয়। এই সুতা দিয়ে কাতান শাড়িও তৈরি করা হয়। লাল কালার বলাকা সিল্ক শাড়িটি ওডার কনফার্ম করেছেন আমার রিপিট কাস্টমার আলহামদুলিল্লাহ। ছবিতে কালারটা যদি ও সেইম আসেনি। এর উপর এম্বোডারি ওয়ার্ক করার পর আবার দেখাতে নিয়ে আসবো ইনশাআল্লাহ।                                             

এই শাড়ি গুলোতে হাতের কাজ, ব্লক, হ্যান্ড পেইন্ট সব ধরনের কাজ করা যায়...

ছবি
আলহামদুলিল্লাহ। উই থেকে পাওয়া মাহি আপু খুব অল্প সময়ে আপুকে রিপিট কাস্টমার হিসেবে পেয়ে গেলাম। রিপিট কাস্টমার পেলে বরাবরই অনেক ভালো লাগে। আপু কিছুদিন আগে ৩ টা সেমি বলাকা /সিন্থেটিক সিল্ক শাড়ি নিয়ে ছিলেন ব্লক করার জন্য। আপুর শাড়ি গুলো দেখে আপুর পরিচিত একজন পছন্দ করে এবং আপুকে বলেন ২ টা শাড়ি নিয়ে রাখার জন্য।  আজকে আপুকে ব্লু আর গ্রীন কালার শাড়ি দুটো ডেলিভারি দিয়েছি। কালার দুটো অনেক বেশি সুন্দর। গ্রীন কালার অনেক রকম হয় কিন্তু এই কালারটা সামনাসামনি অনেক বেশি সুন্দর। এই শাড়ি গুলোতে হাতের কাজ, ব্লক, হ্যান্ড পেইন্ট সব ধরনের কাজ করা যায়। দামটাও হাতের নাগালে।                                                                             

এক কালার সেমি বলাকা সিল্ক শাড়ি...

ছবি
এগুলো হাতের কাজ, হেন্ড পেইন্ট, ব্লক সব ধরনের কাজ করা যায়।  সেমি বলাকা শাড়ি অনেক সাশ্রয়ী। তাই সবার সাধ্যের মধ্যে। বেশির ভাগ বুটিকস এর আপুরা এই শাড়ি গুলো নিয়ে থাকেন। এগুলো দিয়ে থ্রি পিস ও বানানো যায়। ব্লাউজ পিস সহ ১৪ হাতের শাড়ি এগুলো। কালার রয়েছে অনেক অনেক।                                                                               

শাড়ি গুলো সফ্ট ও হালকা ওজন...

ছবি
স্বাধ আছে কিন্তু সামর্থ নেই?   অরজিনাল বলাকা সিল্ক শাড়ি গুলোর হাই রেটের জন্য অনেকে ইচ্ছে থাকলে ও কিনতে পারেন না। তাদের জন্য এই সেমি বলাকা সিল্ক শাড়ি বা সিন্থেটিক সিল্ক শাড়ি। শাড়ি গুলোতে ব্লক করলে অনেক সুন্দর লাগে দেখতে। দূর থেকে দেখে পার্থক্য বুঝতে পারেন না অনেকে। শাড়ি গুলো সফ্ট ও হালকা ওজন। ক্যারি করতে ঝামেলা নেই। ১৪ হাত শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস রয়েছে। আরও রয়েছে কালার কাস্টমাইজ করার সুযোগ।                                                                              

প্রতিটি উৎসবে সিল্ক কাপড়ের যেন জুড়ি মেলে না...

ছবি
রাজশাহীর সিল্ক মানেই কাপড়ের জগতে দেশজুড়ে বাড়তি কদর। এ জন্য রেশম নগরীও বলা হয় রাজশাহীকে। প্রতিটি উৎসবে সিল্ক কাপড়ের যেন জুড়ি মেলে না। অন্যান্য কাপড় যত দামিই হোক না কেন, তার সঙ্গে একটা সিল্ক কাপড় থাকলে সেটিই আগে পছন্দের তালিকায় রাখেন বাঙালি বধূরা। ফলে ঈদ বা পূজা এলে সিল্ক কাপড়ের চাহিদা বেড়ে যায় আরো কয়েক গুণ।  রাজশাহী সফ্ট সিল্ক শাড়ি গুলো এত সফ্ট ও আরাম দায়ক।  পরে সারাদিন ঘুরে বেড়ালেও অস্বস্তি লাগে না।                                                                               

নানা ধরনের সিল্ক এখন তৈরি হচ্ছে এ দেশে...

ছবি
সিল্কের শাড়িতে করা যায় সব ধরনের কাজ। তবে সব সিল্কে সব ধরনের কাজ হয়না। সুতার ব্যবহারের বিষয়টাও বেশ জটিল। নানা ধরনের সিল্ক এখন তৈরি হচ্ছে এ দেশে। এর মধ্যে মসলিন, সফট সিল্ক, বলাকা, ডুপিয়ান, অ্যান্ডি উল্লেখযোগ্য। সিল্কের রাজ্যে বলাকা সিল্ক শ্রেষ্ঠ। এ গ্রেড সুতা ব্যবহার করে বানানো হয় এই সিল্ক। এই সুতা দিয়ে কাতান শাড়িও তৈরি করা হয়।  সেজন্য বলাকা সিল্কের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি হয়। ছবিতে পিওর বলাকা সিল্ক শাড়িতে এম্বোডারি করা। যেকোন কালার কাস্টমাইজড করা যাবে। বলাকা সিল্ক সবার সব বয়সের ই পছন্দ কারণ এটা মসলিনের মতো ট্রেন্সপারেট না। সেজন্য সবাই পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন।